সুখী বড়ি | সুখী পিল খাওয়ার নিয়ম | সুখী পিল দাম কত
সুখী বড়ি বা সুখী পিল খাওয়ার নিয়ম
সুখী পিল খাওয়ার নিয়ম
মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে ৫ দিন মধ্যে খাওয়া শুরু করা যায়। মহিলা যদি নিশ্চিত হন যে, তিনি গর্ভবতী নন তবে প্রয়োজনে যে কোনো দিন থেকে শুরু করতে পারেন । গর্ভপাত করিয়েছেন এমন মহিলারা গর্ভপাত এর পরবর্তী দিন থেকে খাওয়া শুরু করতে পারবেন। খাবার বড়ি পানি দিয়ে গিলে খেয়ে হয়। প্রতিদিন একই সময় বড়ি খাওয়া ভালো। বড়ি খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে, রাতে খাওয়া পর। অর্থাৎ ঘুমানোর আগে।
সাদা বড়ি শেষ হয়ে যাওয়ার পর একই নিয়মে প্রতিদিন একটি করে খয়েরি বড়ি খেতে হবে। খয়েরি বড়ি খাওয়া কালে সাধারণত মাসিক শুরু হয়। মাসিক শুরু হলেও খয়েরি বড়ি খাওয়া বন্ধ করা যাবে না। মাসিক হোক বা না হোক খয়েরী বড়ি শেষ হওয়ার পর থেকে পুনরায় একই নিয়মে নতুন পাতা থেকে সাদা বড়ি খাওয়া শুরু করতে হবে।
সুখী পিল এর দাম
সুখী পিল যে কোন ফার্মাসিতে গেলে ৩০ থেকে ৪০ টাকা নিবে। পরিবার পরিকল্পনা ক্লিনিক থেকে সম্পূর্ণ ফ্রী তে নেওয়া যায়।
সুখী পিল এর কাজ কি
সুখী পিল সারভিক্সের শ্লেষাকে ঘন করে শুক্রকীটকে জরায়ুতে প্রবেশে বাধা দেয় । ডিম্বস্ফুটনে বাধা দেয় । স্বাভাবিক মাসিক চক্রের মাঝামাঝি সময়ে লিউটিনাইজিং হরমোন হঠাৎ বেড়ে যাবার ফলে ডিম্বস্ফুটন হয় । খাবার বড়ি লিউটিনাইজিং হরমোন হঠাৎ বেড়ে যাওয়াকে প্রতিহত করে ডিম্বস্ফুটন হতে দেয় না ।ডিম্ববাহী নালীর স্বাভাবিক নড়াচড়ার গতি কমিয়ে দেয়, ফলে শুক্রকীটের গতিও কমে যায় ।
ডিম্বের কাছে পৌছাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে বলে শুক্রকীট দুর্বল হয়ে পড়ে বা মারা যায় জরায়ুর ভিতরের ঝিল্লির বেড়ে যাওয়া রোধ করে, ফলে নিষিক্ত ডিম্ব জরায়ুতে গ্রথিত হবার মত কোনো পরিবেশ না পেয়ে গ্রথিত হতে পারে না ।
সুখী পিল খা বড়ি খেতে ভুলে গেলে কি করবেন
১ দিন খেতে ভুলে গেলেঃ
১ দিন সুখী বড়ি খেতে ভুলে গেলে কি করবেন?
সুখী বড়ি একদিন খেতে ভুলে গেলে যখনি মনে পড়বে সাথে সাথে ১ বড়ি খেয়ে নিবেন। এবং সেই দিনের বড়িটি যথা সময়ে খেয়ে নিতে হবে।
২ দিন খেতে ভুলে গেলেঃ পর পর ২দিন খেতে ভুলে গেলে যখনি মনে পড়বে ১ টি বড়ি খেয়ে নিতে হবে। এবং সেই দিনের বড়ি ও যথা সময়ে খেতে হবে। এর পর পরবর্তী ৩ দিন কনডম ব্যবহার করবেন। অথবা সহবাস থেকে বিরত থাকবেন।
সুখী ট্যাবলেট খেলে কি হয়
সুখী ট্যাবলেট জন্ম নিয়ন্ত্রণ করার ঔষধ। এটি পরিবার পরিকল্পনা কাজে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য খাওয়া হয়। সুখী বড়ি বা খাওয়ার বড়ি ট্যাবলেট খুবই ভালো মানের জন্ম নিয়ন্ত্রণ করার ঔষধ।