< monocast এর কাজ কি | মনোকাস্ট ১০ খাওয়ার নিয়ম - সঠিক তথ্যের ঘর
Uncategorizedমানসিক স্বাস্থ্যস্বাস্থ্য

monocast এর কাজ কি | মনোকাস্ট ১০ খাওয়ার নিয়ম

monocast এর কাজ কি, মনোকাস্ট 10 খাওয়ার নিয়ম,

আজকে আপনাদের জানাবো মনোকাস্ট ১০ ট্যাবলেট সম্পর্কে এবল মনোকাস্ট ৪ মনোকাস্ট ৫ নিয়ে পুরো আর্টিকেলটি থাকবে। এছাড়াও মনোকাস্ট 10 খাওয়ার নিয়ম এবং monocast 4, monocast 5 নিয়ে পুরো বিষয়।

monocast এর কাজ কি

মনোকাস্ট ১০ এর কাজ কি
মনোকাস্ট নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত-
👉এ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং এ্যাজমার ক্রনিক চিকিৎসায়।

👉ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন ও প্রতিরোধে

👉এ্যালার্জিক রাইনাইটিস্ এর উপসর্গ নিরাময়ে: মৌসুমী এ্যালার্জিক রাইনাইটিস্ এবং পেরিনিয়াল এ্যালার্জিক রাইনাইটিস্ রোধে।

monocast 10 খাওয়ার নিয়ম

monocast ১০ খাওয়ার নিয়ম,
মনোকাস্ট ৪খাওয়ার নিয়ম,
monocast 4 খাওয়ার নিয়ম,

প্রাপ্ত বয়স্ক এবং কিশোর (১৫ বছর এবং এর উর্দ্ধে)-

এ্যাজমা এবং এ্যালার্জিক রাইনাইটিস্= ১০ মিগ্রা দৈনিক ১ বার।

ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন= ১০ মিগ্রা দৈনিক ১ বার।

শিশু (৬ বছর- ১৪ বছর)

মনোকাস্ট ৫ খাওয়ার নিয়ম
monocast 5 খাওয়ার নিয়ম
এ্যাজমা এবং এ্যালার্জিক রাইনাইটিস্= ৫ মিগ্রা দৈনিক ১ বার।

ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন = ৫ মিগ্রা দৈনিক ১ বার।

শিশু (৬ মাস – ৫ বছর)

আরো পড়ুনঃ  এবার ভিন্ন কিছু হোক পিডিএফ | আরিফ আজাদ | Pdf ডাউনলোড

মনোকাস্ট ৪ খাওয়ার নিয়ম
monocast 4 খাওয়ার নিয়ম

এ্যাজমা এবং এ্যালার্জিক রাইনাইটিস্ = ৪ মিগ্রা দৈনিক ১ বার।

(৬মাস থেকে ৫ বছরের শিশুদের ক্ষেত্রে ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন: নির্দেশিত নয়)

monocast bangla

ওষুধের প্রতিক্রিয়া:

মনোকাস্ট এর সাথে অন্যান্য ওষুধ যেমন-থিওফাইলিন, প্রেডনিসোলন,

প্রেডনিসন, টারফিনাডিন, ওরাল কন্ট্রাসেপটিভস্, জেমফাইব্রোজিল, ইট্রাকোনাজল, ডিগক্সিন,

ওয়ারফেরিন, ডিকনজেসটেন্ট, থাইরয়েড হরমোন, সিডেটিভ-হিপনোটিক, নন-স্টেরয়ডাল

এন্টি-ইনফ্লামেটরি এজেন্ট, বেনজোডায়াজেপিন, এবং সাইটক্রোম P450 এনজাইম ইনডিউসার এর ক্ষেত্রে মাত্রা সমন্বয়ের প্রয়োজন নেই।

খাদ্য ও অন্যান্য: খাদ্য ও অন্যান্য কিছুর সাথে বায়োএভেইলিবিলিটি এর উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয় না।

কাশির ঘরোয়া চিকিৎসা

👉তুলসি পাতাতুলসি পাতায় মেন্থল নামক একটি যৌগ থাকে যা কাশি দূর করার কাজে লাগে।

এটি গলা ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এছাড়াও, তুলসি পাতা শ্লেষ্মা কমাতে সাহায্য করতে পারে।

👉 সমস্যা কমানোর জন্য দিনে ২-৩ বার গোল মরিচের চা পান করা সবচেয়ে কার্যকরী উপায়।

👉 অ্যারোমাথেরাপি হিসাবে তুলসি পাতার তেলও ব্যবহার করতে পারেন।

Tags:

monocast ১০ এর কাজ কি,
মনোকাস্ট ৫ এর কাজ কি,
monocast 4 এর কাজ কি,

আরো পড়ুনঃ  জয়া স্যানিটারি ন্যাপকিন ব্যবহার এবং জয়া স্যানিটারি ন্যাপকিনের দাম

You cannot copy content of this page

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker