< টাফনিল এর কাজ কি? টাফনিল খাওয়ার নিয়ম/ টাফনিল এর দাম কত/tufnil 200mg - সঠিক তথ্যের ঘর
শারীরিক স্বাস্থ্য

টাফনিল এর কাজ কি? টাফনিল খাওয়ার নিয়ম/ টাফনিল এর দাম কত/tufnil 200mg

টাফনিল এর কাজ কি? টাফনিল খাওয়ার নিয়ম/ টাফনিল এর দাম কত/tufnil 200mg

হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই,আশা করি সকলেই ভালো আছেন,মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমরাও অনেক ভাল আছি। আজকে আমি আপনাদেরকে জানাবো টাফলিন এর কাজ কি/টাফলিন খাওয়ার নিয়ম এবং tufnil এর দাম কত

বন্ধুরা ঔষধ রিভিউ সাইট দেখে কখনো ঔষধ খাবেন না। অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে যেকোন ধরনের ঔষধ খাবেন।

টাফনিল এর কাজ কি

টাফনিল এর কাজ কি/টাফনিল কি কাজ করে

টাফলিন এর কাজ টাফনিল/tufnil ট্যাবলোট বিশেষভানে মাইগ্রেন জনিত মাথাব্যথা, পােস্ট-অপারেটিভ ব্যথা, বেদনানাশক ও জ্বরে বেদনানাশক কাজে নির্দেশিত।এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিন্ন ভিন্ন মাত্রা খেতে হয়। অনেক এটি মাথা ব্যথা হলে খেয়ে থাকে, অতিরিক্ত এই ঔষধ সেবনে শারিরীক সমস্যা দেখা দিতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে।

টাফনিল কিসের কাজ করে

টাফনিল কয়েকটা রোগের জন্য ডাক্তার নির্দেশনা দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছেঃ

  • বিশেষভানে মাইগ্রেন জনিত মাথাব্যথা।
  • পােস্ট-অপারেটিভ ব্যথা।
  • বেদনানাশক ও জ্বরে বেদনানাশক কাজে নির্দেশিত।

টাফনিল খাওয়ার নিয়ম

টাফনিল ২০০ খাওয়ার নিয়ম/টাফনিল ২০০ ট্যাবলেট কিভাবে খেতে হয়?

আরো পড়ুনঃ  আই-পিল খাওয়ার নিয়ম | i-pill |ইমার্জেন্সি পিল
টাফনিল খাওয়ার নিয়ম

টাফনিল/tufnil tablet খাওয়ার পর খেতে হয়। এটি এসিড জাতীয় পদার্থ তাই খাওয়ার অল্প আগে বা খাওয়ার অল্প পরে খেতে হবে।

শুধু মাত্র প্রাপ্তবয়স্ক:

  • তীব্র মাইগ্রেনের ব্যথায় হলেঃ ২০০ মি.গ্রা. প্রথম উপসর্গ প্রদর্শিত হলে, ১-২ ঘন্টা পর এবার পুনরাবৃত্তি হতে পারে।
  • হালকা থেকে মধ্যম ব্যথায়: ১০০-২০০ মি.গ্রা. দিনে তিনবার।
  • বৃক্ক অসমকার্যকারিতা: ডােজ সমন্বয় প্রয়ােজন হতে পারে।
  • প্রকট বৃক্ক অসমকার্যকারিতা: এড়িয়ে চলুন।
  • শিশু: শিশুদের কানা সঠিক ডোজ এখনাে প্রতিষ্ঠিত হয়নি। টাফনিল শিশুদের খাওয়াবেন না সাবধান।

টাফনিল এর দাম কত

টাফনিল ট্যাবলেট এর দামঃ ১০ টাকা মাত্র।
টাফনিল এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ট্যাবলেট টাফনিল এর দাম/মূল্য
Unit Price: ৳ 10.00 (40’s pack: ৳ 400.00)
Unit Price: ৳ 10.00 (50’s pack: ৳ 500.00)

You cannot copy content of this page

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker