< গৌরি ক্রিম এর দাম | গৌরি ক্রিম এর উপকারিতা ও উপকারিতা - সঠিক তথ্যের ঘর
প্রসাধনী কসমেটিকস

গৌরি ক্রিম এর দাম | গৌরি ক্রিম এর উপকারিতা ও উপকারিতা

গৌরি ক্রিম এর দাম, গৌরি ক্রিম Goree cream

আপুরা আজকে goree ক্রিম নিয়ে আমরা আলোচনা করবো। আজকে গৌরি ক্রিম এর কাজ কি গৌরি ক্রিম এর উপকারিতা, গৌরি ক্রিম ব্যবহার করার নিয়ম এবং গৌরি ক্রিম এর দাম কত কিভাবে আসল গৌরি ক্রিম চিনবেন এই সকল বিষয়ে জানতে পুরো আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়ুনঃ

Goree cream

গৌরি ক্রিম এর উপকারিতা

Goree ক্রিম ব্যবহার করলে মুখের রং ফর্সা হয়। মুখের কালছে ভাব দুর হয়ে যায়। মুখ উজ্জ্বল হয়ে যায়। সুন্দর হওয়ার ক্রিম এটি।

গৌরি ক্রিম মুলত রূপচর্চা ক্রিম। কালো মানুষ পৃথিবী অবহেলিত বিশেষ করে কালো মেয়েরা আজকের সমাজে নানা রকম সমস্যা মধ্যে দিয়ে জীবন পার করতে হয়। গৌরি ক্রিম ব্যবহার করলে ত্বকের রং ফর্সা হবে।

গৌরি ক্রিম ব্যবহারের নিয়ম

goree ক্রিম রাতে ঘুমানোর আগে মুখে দিতে হয়৷ ক্রিম ব্যবহারের আগে ভালোভাবে সমস্ত মুখমণ্ডল ভালো ভাবে ধুয়ে নিতে হবে।

মুখ পরিষ্কার করার জন্য চাইলে ফেসওয়াস ব্যবহার করতে পারবেন। অথবা রেগুলার ব্যবহার করার সাবান দিয়ে মুখ ধুতে পারবে।

ভালোভাবে মুখ ধুয়ে তারপর তোয়ালে দিয়ে মুখ মুছে কিছুক্ষণ পর মুখ শুকিয়ে গেলে মুখে ভালো করে গৌরি ক্রিমটি লাগিয়ে নিতে হবে।

আরো পড়ুনঃ  স্কিন সাইন ক্রিম এর উপকারিতা | স্কিন সাইন ক্রিম এর দাম

এমন ভাবে দিতে হবে যাতে পুরো মুখে লাগে তাই ভালো করে মেসেজ করতে হবে।

এর পর সকালে ঠান্ডা পানি দ্বারা মুখে দুয়ে নিতে হবে। এভাবে গরি ক্রিম প্রতিদিন ব্যবহার করতে হবে।

আসল গৌরি ক্রিম চেনার উপায়

বাজারে নকল পণ্যের জন্য আসল পণ্যে চেনা মুসকিল হয়ে যায়। চক বাজারের ২ নাম্বার গৌরি ক্রিম মুখ উজ্জ্বল করার পরিবর্তন অনেক ক্ষতি করে। সাধারণ মানুষ আসলে পণ্যে চিনতে ভুল করায় অনেক অসাধু দোকানি নকল পণ্য বিক্রি করে অতিরিক্ত লাভের জন্য। নিচে আসল এবং নকল পণ্য চেনার জন্য দুইটি ছবি দেওয়া হয়েছে। ভালো করে দেখে তারপর গরি ক্রিম ক্রয় করুন।

গৌরি ক্রিম এর দাম

✅গৌরি ক্রিম এর দাম ৪০০ থেকে ৫২০ টাকার মতো রাখা হয়।

✅গৌরি ক্রিম ক্রিম কিনার সময় আসল নকল দেখে দাম দিয়ে কিনে নিবেন। নকল ক্রিম বাজারে প্রচুর রয়েছে।

✅তাই সাবধানে দেখে বুঝে শুনে আসল গৌরি ক্রিম নিবেন।

গৌরি নাইট ক্রিম


অনেকে গৌরি নাইট ক্রিম খুঁজে আসলে গৌরি নাইট ক্রিম নামে কোন ক্রিম বাজারে পাওয়া যায় না। মুলত গৌরি ক্রিম টি রাতে ব্যবহার করা হয় বলে এটিকে অনেকে গৌরি নাইট ক্রিম হিসেবে জানে।

আরো পড়ুনঃ  জিনসিন সিরাপ এর কাজ কি | জিনসিন সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া

গৌরি ক্রিম এর অপকারিতা

গৌরি ক্রিম ত্বক ফর্সা করার কাজে ব্যবহার হয় তাই এর কিছু পাশ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে পাশ্ব প্রতিক্রিয়া সব ক্ষেত্রে হয় না। কিছু কিছু মানুষের ত্বকে ভ্রণ উঠে। ত্বক চুলকায় আবার অনেকের। এছাড়া তেমন পাশ্ব প্রতিক্রিয়া কথা জানা যায় নি।

আপনি যদি গৌরি ক্রিম ব্যবহার করার পর কোন পাশ্ব প্রতিক্রিয়া লক্ষ করেন তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন।

You cannot copy content of this page

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker