< আলকুশি বীজ চূর্ণ খাওয়ার উপকারিতা - সঠিক তথ্যের ঘর
বীজ চূর্ণ পাউডার

আলকুশি বীজ চূর্ণ খাওয়ার উপকারিতা

আলকুশি বীজ চূর্ণ খাওয়ার উপকারিতা।

আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আলকুশি বীজ চূর্ণ খাওয়ার নিয়ম ও উপকারিতা নিয়ে জানাবো। পোস্টি শেষ পযন্ত পড়ুন।

আলকুশি বীজ চূর্ণ খাওয়ার উপকারিতা

আলকুশি বীজ চূর্ণ এবং শেকড়ের রস খেলে অনেক রকম উপকারিতা রয়েছে। আলকুশি বীজের মধ্যে অন্যতম কিছু উপকারিতা যেমনঃ আলকুশি শেকড়ের রস খেলে সর্দি কাশি ভালো করার জন্য বেশ উপকারিতা পাওয়া যায়। মূত্রযন্ত্রের রোগ ও ঘন ঘন অসাড়ে বীর্যস্খলন জন্য আলকুশি বীজের চূর্ণের বেশ উপকারিতা আছে।

আলকুশি বীজ ছবি

পোকামাকড় কামড়ের স্থানে আলকুশি বীজের গুড়া লাগিয়ে দিলে বেশ উপকার পাওয়া যায়, কামড়ের স্থান যন্ত্রণা কমিয়ে দেয়। আলকুশি বীজ চিনি ও দুধসহ সেদ্ধ করে খেলে বাতের ব্যথা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও শারীরিক দুর্বলতা দূর করে। এতে শুক্র বৃদ্ধি গাঢ় হয় ও স্নায়বিক দুর্বলতা দূর হয়। আলকুশি শেকড়ের রস খেলে আমাশয় রোগ ভালো হয়।

আরো পড়ুনঃ  তেঁতুল বীজ চূর্ণ খাওয়ার নিয়ম | তেতুল বীজ পাউডার এর দাম

You cannot copy content of this page

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker