< monas 10 এর কাজ কি | মোনাস ১০ খাওয়ার নিয়ম। - সঠিক তথ্যের ঘর
শারীরিক স্বাস্থ্যস্বাস্থ্য

monas 10 এর কাজ কি | মোনাস ১০ খাওয়ার নিয়ম।

monas 10 এর কাজ কি?

আসসালামু আলাইকুম। আজকের আর্টিকেলে মোনাস ১০ ( monas10) এর কাজ এবং মোনাস ১০ মি.গ্রা. খাওয়া নিয়ম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।মোনাস একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর ঔষধ বর্তমানে মোনাস ট্যাবলেট বিভিন্ন পরিমানে পাওয়া যায়।

monas 10 এর কাজ কি

মোনাস ১০(monas 10) এ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং এ্যাজমার ক্রনিক চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন ও প্রতিরোধে এ্যালার্জিক রাইনাইটিস্ এর উপসর্গ নিরাময়ে: মৌসুমী এ্যালার্জিক রাইনাইটিস্ এবং পেরিনিয়াল এ্যালার্জিক রাইনাইটিস্ রোধের ঔষধ।

monas 10mg (মোনাস ১০মি.গ্রাম)

monas 10 খাওয়ার নিয়ম

প্রাপ্ত বয়স্ক এবং কিশোর (১৫ বছর এবং এর উর্দ্ধে)-

  • এ্যাজমা এবং এ্যালার্জিক রাইনাইটিস্: ১০ মিগ্রা দৈনিক ১ বার।
  • ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন: ১০ মিগ্রা দৈনিক ১ বার।
বাণিজ্যিক নামMonas (মোনাস)
জেনেরিক নামমন্টিলুকাস্ট সোডিয়াম
ধরণট্যাবলেট
পরিমাপ4mg, 5mg, 10mg
চিকিৎসাগত শ্রেণিLeukotriene receptor antagonists
উৎপাদনকারীএকমি ল্যাবরেটরিজ লিমিটেড
monas 10 এর দাম কতUnit Price: ৳ 16.00 (30’s pack: ৳ 480.00)
আরো পড়ুনঃ-

আরো পড়ুনঃ  ওজন কমানোর খাবার ( এই ১০টি খাবার সম্পর্কে জানা দরকার)

You cannot copy content of this page

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker