< feglo fz ট্যাবলেট এর কাজ কি | Feglo fz ট্যাবলেট এর দাম - সঠিক তথ্যের ঘর
Uncategorized
Trending

feglo fz ট্যাবলেট এর কাজ কি | Feglo fz ট্যাবলেট এর দাম

feglo fz ট্যাবলেট এর কাজ কি | Feglo fz ট্যাবলেট এর দাম

Feglo FZ ট্যাবলেট এর মূল কাজ কি সে সম্পর্কে আজকে আলোচনা করব এর পাশাপাশি আরো Feglo FZ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব।
সাধারণত আমাদের মাঝে কিছু কমন ঔষধ রয়েছে যেগুলো আমরা রেগুলার খেয়ে থাকি বা কাউকে খেতে দেখে থাকি। কিন্তু এর মধ্যেও কিছু আনকমন ঔষধ আছে যারা বিশেষ রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজকে তেমনি একটি ট্যাবলেট Feglo FZ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি।

feglo fz ট্যাবলেট এর কাজ কি

Feglo-FZ-এর-কাজ-কি
Feglo FZ এর কাজ কি

Feglo FZ ট্যাবলেট টি মূলত তিনটি উপাদানের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং Feglo FZ একেবারে আনকমন একটি ঔষধ। এখানে আমরা Feglo FZ ওষুধের নির্দেশনা সম্পর্কে আপনাদের ধারণা দিলে আপনারা পরিষ্কার ভাবে সে বিষয়টি বুঝতে পারবেন। মূলত ফেরাস অ্যাসকরবেট + ফলিক অ্যাসিড + জিংক সালফেট এই তিনটি উপাদান একত্রিত করে Feglo FZ ঔষধ তৈরি করা হয়েছে এবং Feglo FZ ওষুধটি তৈরি করেছে এসিআই লিমিটেড।

এটি হিমোলাইটিক রক্তস্বল্পতাজনিত রোগীদের ক্ষেত্রে এবং এর যে কোনও উপাদানের প্রতি হাইপারসেন্সিটিভিটি আছে এমন রোগীদের ক্ষেত্রে Feglo FZ প্রতিনির্দেশিত। শরীরে আয়রনের আধিক্য থাকলেও ইহা প্রতিনির্দেশিত। এই প্রিপারেশনটি ফেরাস অ্যাসকরবেট, ফলিক এসিড এবং জিংক এই তিনটি পুষ্টিকর পরিপূরকের সংমিশ্রণ দ্বারা তৈরী। ফেরাস অ্যাসকরবেট, আয়রন এবং ভিটামিন সি এর সংমিশ্রণে তৈরী।

আরো পড়ুনঃ  letrol এর কাজ কি | লেট্রল ট্যাবলেট খাওয়ার নিয়ম | Letrol এর দাম কত

আয়রন আমাদের দেহে সঞ্চয় হয় এবং আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতা দূর করে। দেহে আয়রনের শোষণ বাড়ানোর জন্য ভিটামিন সি (অ্যাসকরবেট) যুক্ত করা হয়। ফলিক অ্যাসিড ভিটামিন বি এর একটি ফর্ম যা রক্তের লাল কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যা সারা শরীর জুড়ে অক্সিজেন বহন করে।

অনাগত শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখার কারণে এটি গর্ভাবস্থায়ও প্রয়োজনীয়। জিঙ্ক এমন একটি মাইক্রোমাইনাল যা পুষ্টি সরবরাহ করে।

Feglo fz ট্যাবলেট এর দাম

Feglo FZ এর দাম, ফেগলো এফজেট এর দাম কত,
Feglo FZ এর দাম

Feg lo fz ট্যাবলেট এর দাম Unit Price: ৳ 5.00 (60’s pack: ৳ 300.00)

Feglo fz ট্যাবলেট খাওয়ার

feglo fz ট্যাবলেট এর কাজ কি | Feglo fz ট্যাবলেট এর দাম

প্রাপ্তবয়স্ক ও বয়স্ক: দিনে একটি করে ট্যাবলেট খাবারের আগে বা পরে (খাদ্যের কারনে ইহার শোষণে ব্যাঘাত ঘটে না) অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যাবহার্য।

আরও গুরুতর অবস্থায়, চিকিৎসকের পরামর্শ অনুসারে দিনে দুটি ট্যাবলেট গ্রহণ করা যেতা পারে।

শিশুদের ক্ষেত্রে: শিশুদের ক্ষেত্রে ইহার সুরক্ষা এবং কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি।

আরো পড়ুনঃ  বয়লার বই | বয়লার বই pdf ডাউনলোড |বয়লার গাইড | বয়লার ব্যবহার ও পরিদর্শন সহায়িকা

You cannot copy content of this page

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker