< [PDF] এবার ভিন্ন কিছু হোক বই নিয়ে যা বললেন আরিফ আজাদ | Ebar Bhinno Kichu Hok - সঠিক তথ্যের ঘর
পিডিএফ ডাউনলোড

[PDF] এবার ভিন্ন কিছু হোক বই নিয়ে যা বললেন আরিফ আজাদ | Ebar Bhinno Kichu Hok

এবার ভিন্ন কিছু হোক পিডিএফ ডাউনলোড।

এবার ভিন্ন কিছু হোক বই নিয়ে আরিফ আজাদ ভাই একটি ফেসবুক একটি পোস্টে যা বললেন। অনুরুপ ভাবে তুলে ধরা হলো

এবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদ
প্রকাশনী : সমকালীন প্রকাশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 200, কভার : পেপার ব্যাক
ভাষা : বাংলা

  • এবার ভিন্ন কিছু হোক নিয়ে আজাদ ভাই এর ফেসবুকে কথোপকথন।
  • ‘ভাইয়া, আপনি বলেছিলেন ২০২২ বইমেলায় ‘বেলা ফুরাবার আগে-২’ লিখবেন, সেই বইটা কি আসবে না এবার?’
  • ‘জি ভাইয়া। ‘এবার ভিন্ন কিছু হোক’ বইটাই ওই বইটাই। নামটা পরিবর্তন করা হয়েছে কেবল’।
  • ‘ওহ আচ্ছা। কিন্তু ভাইয়া, ‘বেলা ফুরাবার আগে’ নামটাই বেশি ভালো ছিলো। ‘বেলা ফুরাবার আগে-২’ নামটা রাখলেন না কেনো?’
  • ‘ভাইয়া, নামটা আমারও বেশ পছন্দের। এই নামটা রাখা গেলে খুব ভালো লাগতো, কিন্তু অনেককিছু বিবেচনায় নামটা রাখা গেলো না শেষ পর্যন্ত। আমার ইচ্ছা আছে ‘বেলা ফুরাবার আগে’ সিরিজটাকে অনেকদূর টেনে নেওয়ার, ইন শা আল্লাহ৷ অর্থাৎ— আনুমানিক এই সিরিজের অন্তত পাঁচটা বই লেখা। এখন, বইয়ের নামগুলো একই রাখতে গেলে নামগুলো হবে এমন— বেলা ফুরাবার আগে-২, ‘বেলা ফুরাবার আগে-৩, ‘বেলা ফুরাবার আগে-৪… আমার ধারণা— এই জিনিসটা খুব একটা ভালো দেখাতো না। তাই আমরা ঠিক করেছি এই ধারার বইগুলোকে একটা সিরিজের ব্যানারে নিয়ে আসবো। যেহেতু বইগুলো জীবনঘনিষ্ঠ বিষয়াদি নিয়ে, তাই সিরিজের নামটা আমরা রেখেছি— ‘জীবনের জাগরণ’। এই সিরিজের প্রথম বই ‘বেলা ফুরাবার আগে’, দ্বিতীয় বই ‘এবার ভিন্ন কিছু হোক’। তৃতীয় বইটাও অন্য নামে আসবে, ইন শা আল্লাহ।’
  • ‘আচ্ছা ভাইয়া, বুঝতে পেরেছি। আপনার বইগুলো বইমেলায় কখন থেকে পাওয়া যাবে আর কোন স্টলে?’
  • ‘আগামী শুক্রবার, অর্থাৎ ১৮ তারিখ থেকে বইমেলায় পাওয়া যাবে, ইন শা আল্লাহ। বইমেলায় মহাকালের ১২৫, ১২৬ আর ১২৭ নম্বর স্টলে।’
  • ‘চট্টগ্রাম সহ দেশের অন্যান্য মেলা গুলোতে পাওয়া যাবে কি?’
  • ‘অবশ্যই যাবে, ইন শা আল্লাহ। ২০ তারিখ থেকে জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম বইমেলা শুরু হবে। ওইদিন থেকেই মহাকালের স্টলে পাওয়া যাবে বইটি। দেশের অন্যান্য স্থানেও যথাসময়ে পাওয়া যাবে, ইন শা আল্লাহ’।
  • ‘ভাইয়া, অনলাইনে অর্ডার করা যাবে না?’
  • ‘তা তো অবশ্যই যাবে। রকমারি, ওয়াফিলাইফ, বইবাজার সহ সবগুলো অনলাইন প্ল্যাটফর্মেই বইটি পাওয়া যাবে। তবে একটা বিষয়— অনলাইনে যেখান থেকেই বই কেনেন না কেনো, আগে তাদের সম্পর্কে একটু যাচাই-বাচাই করে নিবেন দয়া করে। অনলাইনে এখন প্রতারকের অভাব নেই’।
  • ‘ভাইয়া, এবার আপনার কয়টা বই আসবে?’
  • ‘একটাই। ‘এবার ভিন্ন কিছু হোক’।
  • ‘জবাব-২’, ‘প্রত্যাবর্তন-২’ এগুলোতে আপনার লেখা থাকছে না এবার?’
  • ‘জি না, ভাইয়া। ‘জবাব’ বইতে এবার আমার কোন লেখা থাকছে না। প্রত্যাবর্তন-২ বইটাও আমি সম্পাদনা করিনি এবার’।
  • ‘ভাইয়া, শেষ প্রশ্ন। আপনি কোনদিন মেলায় যাবেন?’
  • (…………….)।

আপনি কোন দিন মেলায় আসবেন এই প্রশ্ন কোন উত্তর নেই। এই বার বই মেলায়ও দেখা হবে না আরিফ আজাদ ভাইয়ের সাথে। অপেক্ষায় দিন কাটে।

এবার ভিন্ন কিছু হোক বই ডাউনলোড

You cannot copy content of this page

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker