হাই ভি সিরাপ ৪৫০ মি.লি. ইতিহাস (Hi-V syrup )
হাই ভি সিরাপ খাওয়ার আগে এর ক্ষতিকর প্রভাব কি কি হতে পারে এটিও সবার জানা প্রয়োজন।আজকের আর্টিকেলে হাইভি সিরাপ ভালো দিক, খারাপ দিক.এর দাম কত, কোথায় পাওয়া যায় বিস্তারিত তুলে ধরবো।
বাজারে হাই ভি ৪৫০ মি.লি. বোতলে যে সিরাপটি পাওয়া যায় এটি মুলত ইউনানি ঔষধ। হাই ভি সিরাপটির প্রস্তুতকারক ওরিয়েন্টাল ল্যাবরেটরীজ লিঃ। এই সিরাপটি ওরিয়েন্টাল ল্যাবরেটরীজ লিঃ ফেনীতে তৈরি করে। হাই ভি সিরাপ টি সারাদেশে পাওয়া যায় না। চট্টগ্রাম এবং আশেপাশে অল্প কিছু জায়গায় পাওয়া যায়।
হাই ভি সিরাপ এর উপকারিতা | হাই ভি সিরাপ এর কাজ কি?
হাই ভি সিরাপ দেহে খাবার শোষণ ক্ষমতা বাড়ায়। এছাড়াও শরীর দুর্বলতা কমায়। Hi-V সিরাপ খেলে খাওয়ার রচি বেড়ে যায়। যারা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেন না তাদের জন্য এই সিরাপ কাজের। হাই ভি সিরাপ খেলে ঠিক মতো ঘুম হয়। হাই ভি সিরাপ খেলে শরীরের ওজন বৃদ্ধি পায়। চিকন স্বাস্থ্য মোটাতাজা করে।
হাই ভি সিরাপের উপাদান
হাইভি সিরাপটি কয়েকটি মিশ্র উপদানে তৈরি এটি ইউনানি হারবাল সিরাপ। এই সিরাপটি তৈরি করা হয়।
- অশ্বগন্ধা
- কাচা আমলকি
- বিদারিকন্দ
- শুঠ ও ত্রিফলা
- ক্যামিকেল উপাদান।
হাই ভি সিরাপ এর ক্ষতি দিক বা হাই ভি সিরাপ এর অপকারিতা
হাই ভি সিরাপ টি মূলত সেবন করা হয় স্বাস্থ শক্তি বাড়াতে। তবে এই সিরাপটির পার্শপ্রক্রিয়া প্রথমে বেশি দেখা না গেলেও পরবর্তীতে নানা রকম রোগ হয়। কিডনিতে সমস্যা হয় | অতিরিক্ত খাওয়ার পর শরীরে পানি জমে যায়। শরীরে দূর্বলতা দেখা দিতে পারে। এবং কিডনি তে চাপ পড়ে। কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের সিরাপ না খাওয়াই ভালো।
হাইভি সিরাপ এর দাম কত Hi-V syrup Price in বাংলাদেশ
হাইভি সিরাপ এর বাজার মূল্য ৩৫০ টাকা তবে এটি সঠিক মুল্য না বেশি ভাগ দোকানে এই দামে বিক্রি করা হচ্ছে। কিছু কিছু দোকানে ৩০০ টাকা রাখা হয়। হাই ভি সিরাপটি অনলাইনে ফেসবুকে অনেকে বিক্রি করে থাকে। অথবা যে কোন ফার্মেসিতে খোঁজ নিয়ে দেখতে পারেন।