< - সিনকারা সিরাপ খাওয়ার নিয়ম, সিনকারা সিরাপ এর কাজ কি, সিনকারা সিরাপ
সিরাপ
Trending

সিনকারা সিরাপ | সিনকারা সিরাপ খাওয়ার নিয়ম | সিনকারা সিরাপ এর দাম কত

সিনকারা সিরাপ খাওয়ার নিয়ম

সিনকারা সিরাপ এর কাজ কি

সিনকারা একটি আদর্শ হারবাল শক্তিবর্ধক এবং দেহের সকল কোষ-কলায় পৌঁছার ক্ষমতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সিনকারা সিরাপটি হামদর্দ গ্রুপের একটি পণ্য। সব ঋতুতে পরিবারের সবার সেবন উপযোগী বিশ্বনন্দিত হারবাল টনিক সিরাপ সিনকারা। মূলত সিনকারা একটি হার্বাল মাল্টিভিটামিন সিরাপ।

ভিটামিনের ঘাটতি জনিত সমস্যায় দুর করে। বিভিন্ন ভিট্যামিন সমৃদ্ধ গাছ-গাছড়ার নির্যাস ও শরীরের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক খনিজ, প্রাকৃতিক ভিটামিন পর্যাপ্ত পরিমাণে সিনকারা থেকে পাওয়া যায়। সিনকারা সিরাপ ঋতুতে পরিবারের সবার সেবন যোগ্য। সিনকারা সিরাপটি শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকলে খেতে পারে। এটি ওষুধি গাছ-গাছড়ার গুণাগুণ সম্পুর্ণ সিরাপ।

ভিটামিনের ঘাটতি জনিত সমস্যায় দুর করে। বিভিন্ন ভিট্যামিন সমৃদ্ধ গাছ-গাছড়ার নির্যাস ও শরীরের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক খনিজ, প্রাকৃতিক ভিটামিন পর্যাপ্ত পরিমাণে সিনকারা থেকে পাওয়া যায়। সিনকারা সিরাপ ঋতুতে পরিবারের সবার সেবন যোগ্য। সিনকারা সিরাপটি শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকলে খেতে পারে। এটি ওষুধি গাছ-গাছড়ার গুণাগুণ সম্পুর্ণ সিরাপ। এই সিরাপটি অনেক ধরনের কাজ করে থাকে। যেমনঃ

  • সাধারণ দুর্বলতা।
  • রোগ আরোগ্যকালীন দুর্বলতা।
  • মেধা ও স্মৃতিশক্তি হ্রাস।
  • স্নায়বিক দুর্বলতা।
  • পুষ্টিহীতায়।
  • রক্তাল্পতা।
  • মাতৃদুগ্ধ নিঃসরন হ্রাস।
  • হজম শক্তি বৃদ্ধি।
  • অবসাদ।
আরো পড়ুনঃ  Gio vita জিও ভিটা সিরাপ খাওয়ার নিয়ম, অপকারিতা ও দাম

সিনকারা সিরাপ খাওয়ার উপকারিতা | সিনকারা সিরাপের উপকারিতা।

সাধারণ দুর্বলতাঃ

  • আমাদের মধ্যে অনেকেই মাঝে মধ্যে বলে থাকেন- ভালো লাগছে না, কাজে মন বসছে না, শরীর ম্যাজ ম্যাজ লাগছে, অসার লাগে, ক্লান্তি বোধ হয়, বেশি বেশি ঘুম পায়, ঘুম থেকে উঠতে কষ্ট হয়, কাজে গতি আসে না ইত্যাদি। এই ধরনের সাধারণ দুর্বলতা থেকে মুক্তি পাওয়া যায় সিনকার সেবনে।

রোগ আরোগ্যকালীন দুর্বলতাঃ

  • শরীরের কোন রোগ নেই তারপরও দুর্বলতা জেনো ছাড়ছেই না এই ধরনের সমস্যা গুলোর জন্য সিনকারা খুবই উপকারী।

স্নায়বিক দুর্বলতাঃ

  • মানসিক ভাবে বেঙে পড়লে কোন কাজেই মন বসে না। সিনকারা স্নায়ু ও পেশীর বলবর্ধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

মেধা ও স্মৃতিশক্তি হ্রাসঃ

  • স্মৃতিশক্তি কমে গেলে আমরা অনেক কিছু মনে রাখতে পারি না। পড়ালিখায়ও মন বসে না। সিনকারা স্মৃতিশক্তি ধরে রাখতে সহায়তা করে।

পুষ্টিহীতায়ঃ

  • পুষ্টিহীতায় যারা ভুগছেন তাদের জন্য সিনকারা খুবই কার্যকরী একটি সিরাপ সিনকারা অপুষ্টি জনিত অনেক রকম রোগ প্রতিরোধ করে থাকে। যেমনঃ এনিমিয়া,বেরিবেরি,স্কার্ভি,রাতকানা এধরনের রোগ হওয়াতে বিরত রাখে।
আরো পড়ুনঃ  আলফা সিরাপ | Alfalfa syrup | আলফা সিরাপ খেলে কি হয়, উপকারিতা, ক্ষতি, বিস্তারিত

মাতৃদুগ্ধ নিঃসরন হ্রাসঃ

  • যে সব মায়েরা শিশুকে স্তন্যদান করেন তাদের অনেকের মাঝে দেখা যায় শিশু ঠিকমত দুগ্ধ পাই না তাই সে সব মায়েদের সিনকারা সেবন করা উচিৎ কারন সিনকারা দুগ্ধ বৃদ্ধি করতে সাহায্য করে।

হজম শক্তিঃ

  • সিনকারা হজম শক্তি বৃদ্ধি করে, ঠিক মতো হজম না হলেই মন-মেজাজ খারাপ হয়। বেশি ভারী ও তেল-মসলাযুক্ত খাবার খেলে শুরু হতে পারে পেটব্যথা, পেট ফাঁপা, ঢেকুর ওঠা, পায়ুপথে বাতাস নির্গমন বা ডায়রিয়ার মতো সমস্যা গুলো প্রতিরোধ করতে সহায়ক সিনকারা সিরাপ।

রক্তাল্পতাঃ

  • রক্তাল্পতা কারণে অনেক মা-বোনদের মাসিকের সমস্যা হয়। এই সমস্যা দুর করতে সিনকারা খুবই কার্যকরী। যাদের দেহে রক্তের প্রবাহ কম বা রক্তচাপ কম তাদের জন্য সিনকারা উপকারী।

অবসাদঃ

  • মানসিক অবস্থার পরিবর্তন করে অবসাদ দূরে রাখতে পারে সিনকারা সিরাপটি।অবসাদে ডুবে থাকা মানুষ নিজের চারপাশে সবসময়ই হতাশা দেখে। হতাশা দুর করে শরীর ও মনকে সতেজ রাখতে সহায়তা সিনকারা।

শিশু মেধা শক্তি বৃদ্ধিঃ

  • শিশুদের মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সিনকারা নির্দেশনা দেন ডাক্তারগন। বিশেষ পরিক্ষাতে জানা যায়, সাধারন বাচ্চাদের থেকে সিনকারা সেবন কারী বাচ্চার মেধা শক্তি বিকাশ ৪৭ শতাংশ বেশি হয়। সিনকারাতে আছে প্রচুর জিংক যা শিশু ও গর্ভবতী মায়েদের জন্য আদর্শ একটি ঔষধ।শিশুদের ক্ষেত্রে সিনকারা ৬ চামচ করে দৈনিক ২ বার সেবন করলে মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধি হয়।
আরো পড়ুনঃ  আমরুদ প্লাস সিরাপের উপকারিতা | আমরুদ প্লাস সিরাপ এর কাজ কি | দাম কত

সিনকারা সিরাপ কিভাবে খেতে হয় | সিনকারা সিরাপ খাওয়ার নিয়ম

সিনকারা সিরাপ

শিশুদের মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য ৬ চা চামচ দৈনিক ২ বার সেবনে অত্যন্ত কার্যকরী ফলাফল পাওয়া যায়।
সেবনবিধি: প্রাপ্ত বয়স্ক:

  • ৬ চা চামচ অর্থাৎ ৩০ মিলি দৈনিক ২ বার সেবন করা যাবে।

অপ্রাপ্ত বয়স্ক:

  • ২ চা চামচ অর্থাৎ ১০ মিলি দৈনিক ২ বার খাওয়া যাবে। এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন।

সিনকারা সিরাপ উপাদান:

প্রতি ৫ মিলি সিরাপে আছে (জলীয় নির্যাস আকারে)

?গাজর ২০০ মিগ্রা
?আমলকী ১০০ মিগ্রা,
?আগর ৫০ মিগ্রা,
?বড় এলাচ ৫০ মিগ্রা,
?ধনিয়া ৫০ মিগ্রা,
?নাগরমুথা ৫০ মিগ্রা,
?ছোট এলাচ ৫০ মিগ্রা,
?লবঙ্গ ৫০ মিগ্রা,
?জটামাংসী ৫০ মিগ্রা,
?একাঙ্গি ৫০ মিগ্রা,
?দারচিনি ৫০ মিগ্রা,
?গোলাপ ৫০ মিগ্রা,
?শ্বেত চন্দন ৫০ মিগ্রা,
?তুলসী ৫০ মিগ্রা এবং (শৈলজ) ৫০ মিগ্রা।

You cannot copy content of this page

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker