রিঠা গুড়া ব্যবহারের নিয়ম | রিঠা গুড়ার উপকারিতা | রিঠা গুড়া দাম কত
রিঠা গুড়া ব্যবহারের নিয়ম | রিঠা গুড়ার উপকারিতা | রিঠা গুড়া দাম কত
রিঠা গুড়া ব্যবহারের নিয়ম
রিঠা গুড়া ব্যবহারের নিয়ম
রিঠা গুঁড়া, আমলকি গুঁড়া, শিকাকাই গুঁড়া ও সামান্য পানি একত্রে মিশিয়ে প্যাক বানিয়ে গোসলের আগে চুলে লাগান।
সপ্তাহে অন্তত ১বার প্যাকটির ব্যবহারে দীর্ঘদিনের চুলপড়া, খুশকি, অকালে চুলপাকা ও উকুন ইত্যাদি সমস্যা দূর হয়।
প্রাকৃতিকভাবে চুল কন্ডিশনিং করতে রিঠা গুঁড়ার সাথে মেহেদী ও পানি মিশিয়ে চুলে ব্যবহার করুন। এতে চুল ঝলমলে হবে।
বিঃদ্রঃ শুষ্ক চুলে রিঠাগুড়া অল্প পরিমানে ব্যবহার্য। এবং সপ্তাহে অন্তত ১ দিন চুলে তেল লাগাতে হবে
রিঠা গুড়ার কাজ কি
রিঠা গুড়ার উপকারিতা
👉রিঠা গুঁড়া / Soap Nut Powder, রিঠা বা সোপ নাট, বড়ই এর মত দেখতে একটি ফল যা সাধারণত পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়।
👉প্রচুর ফেনাযুক্ত এই ফল চুলের জন্য প্রাকৃতিক শ্যাম্পুসম।
👉আয়ুর্বেদ শাস্ত্রে এর ব্যবহার সেই প্রাচীনকাল থেকেই।
রিঠা গুড়া কোথায় পাওয়া যায়
রিঠা গুড়া অনলাইনে পাবে। এছাড়াও গ্রামের বাজারে পোশারি দোকানে খোঁজ করলে পেতে পারেন। অনলাইন সপ গুলোতে পাবেন। তবে বিস্ত সপ গুলো থেকে রিঠা গুড়া কিনবেন তাহলে ভালো মানের রিঠা নিতে পারবেন।
রিঠা গুড়া দাম কত
১০০ গ্রাম রিঠা গুড়া দাম ৬০ থেকে ৮০ টাকা রাখা হয়। আরো কম দামেও পাওয়া যায় সেগুলোর মান ভালো হবে না। একটু বেশি দাম হলে ভালো জিনিস নেওয়া উচিত।