জন্ম নিয়ন্ত্রণ পিলের নাম ও দাম | খাওয়ার বড়ি | ফেমিকন | নরেট ২৮ | conrena-R
জন্ম নিয়ন্ত্রণ পিলের নাম ও দাম
আজকের আর্টিকেল আমরা জানবো জন্ম নিয়ন্ত্রণ করার কিছু পিল এর নাম ও দাম সম্পর্কে।
বাংলাদেশে ৩ পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে প্রচলিত পদ্ধতি হল জন্মনিয়ন্ত্রণ পিল। এছাড়াও কনডম ও প্রকৃতিক নিয়মে জন্মনিয়ন্ত্রণ করা হয়। জন্মনিয়ন্ত্রণ পিল মূলত ইস্ট্রোজেন-প্রজেস্টেরন হরমোনের বড়ি। বাধাহীনভাবে যৌন মিলন করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে পিল বা খাবার বড়ি। বাংলাদেশের বেশিরভাগ নারীরাই জন্মনিয়ন্ত্রণ পিল বা খাবার বড়ি ব্যবহার করে থাকেন। যেহেতু জন্মনিয়ন্ত্রণ পিল অধিকাংশ নারীই ব্যবহার করে তাই পিল সম্পর্কে স্পষ্ট ধারণা রাখাটা দরকারী। জন্মনিয়ন্ত্রণ পিল বা খাবার বড়ি ব্যবহার করলে অবাঞ্চিত প্রেগন্যান্সির সম্ভাবনা কমে যায়। ফলে গর্ভবতী হওয়ার ভয় আর কাজ করে না। আজকের আর্টিকেলে আমাদের দেশের নারীরা ব্যবহার করে এই রকম কয়েকটি জন্মনিয়ন্ত্রণ পিল এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো।
ফেমিকন ট্যাবলেট | femicon Tablet | ফেমিকন পিল | femicon pill | খাবার বড়ি | জন্ম নিয়ন্ত্রণ পিল।
বাণিজ্যিক নাম | ফেমিকন/Femicon |
জেনেরিক | Ethinylestradiol + Ferrous Fumarate + Norgestrel |
ধরণ | ট্যাবলেট |
পরিমাপ | 0.03 + 75 + 0.30 mg |
উৎপাদনকারী | Social Marketing Company |
ফেমিকন এর দাম কত? | প্যাক সাইজ : 28’s pack প্রতি পিসের দাম : ২৭.৪৪ টাকা |
ফেমিকন এর কাজ কি? | ইহা গর্ভনিরোধক হিসাবে নির্দেশিত। |
ফেমিকন পিল সম্পর্কে বিস্তারিত পড়ুন 👉 | ফেমিকন খাওয়ার নিয়ম Femicon খাওয়ার নিয়ম |
নরেট ২৮ ট্যাবলেট | noret 28 Tablet | Noret 28 pill | নরেট ২৮ পিল | খাবার বড়ি | জন্ম নিয়ন্ত্রণ পিল।
বাণিজ্যিক নাম | নরেট ২৮ | noret 28 |
জেনেরিক | Ethinylestradiol + Ferrous Fumarate + Norgestrel |
ধরণ | ট্যাবলেট |
পরিমাপ | 0.03 + 75 + 0.30 mg |
উৎপাদনকারী | Popular Pharmaceuticals Ltd. |
নরেট ২৮ এর দাম কত? | প্রতি পিসের দাম : ২৩.৪২ টাকা। |
নরেট ২৮ এর কাজ কি? | ইহা গর্ভনিরোধক হিসাবে নির্দেশিত। |
নরেট ২৮ পিল সম্পর্কে বিস্তারিত পড়ুন 👉 | নরেট ২৮ খাওয়ার নিয়ম noret 28 খাওয়ার নিয়ম |
কনরেনা আর ট্যাবলেট | Conrena-R Tablet | Conrena-R পিল | Conrena-R pill | খাওয়ার বড়ি | জন্ম নিয়ন্ত্রণ পিল।
বাণিজ্যিক নাম | কনরেনা আর | Conrena-R |
জেনেরিক | Ethinylestradiol + Ferrous Fumarate + Norgestrel |
ধরণ | ট্যাবলেট |
পরিমাপ | 0.03 + 75 + 0.30 mg |
উৎপাদনকারী | Renata Limited |
Conrena-R এর দাম কত? | প্যাক সাইজ : 28’s pack প্রতি পিসের দাম : ১.৫ টাকা |
Conrena-R এর কাজ কি? | ইহা গর্ভনিরোধক হিসাবে নির্দেশিত। |
Conrena-R পিল সম্পর্কে বিস্তারিত পড়ুন 👉 | conrena-r খাওয়ার নিয়ম |