< অগ্রিম ঈদের শুভেচ্ছা । অগ্রিম ঈদের শুভেচ্ছা এসএমএস । ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা । ঈদুল ফিতরের শুভেচ্ছা মেসেজ । ঈদুল ফিতরের স্ট্যাটাস - সঠিক তথ্যের ঘর
Others

অগ্রিম ঈদের শুভেচ্ছা । অগ্রিম ঈদের শুভেচ্ছা এসএমএস । ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা । ঈদুল ফিতরের শুভেচ্ছা মেসেজ । ঈদুল ফিতরের স্ট্যাটাস

অগ্রিম ঈদের শুভেচ্ছা । অগ্রিম ঈদের শুভেচ্ছা এসএমএস । ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা । ঈদুল ফিতরের শুভেচ্ছা মেসেজ । ঈদুল ফিতরের স্ট্যাটাস

অগ্রিম ঈদের শুভেচ্ছা

অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতর ঈদের নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সেমাই, পায়েশ, পিঠা, খুরমা, খেজুর, বিরিয়ানি আরও কত কি। ঈদ মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ও বিশেষ একটি দিন। আনন্দের এই উৎসবে অনেক মজা করা হয় এবং নানা ধরনের আয়োজন করা হয়। এর পাশাপাশি ইদি দেওয়ার প্রবণতাও রয়েছে। ইদি মানে প্রিয়জনকে কিছু উপহার দেওয়া। এছাড়াও ঈদ উল ফিতর ঈদে প্রিয়জনদের ঈদুল ফিতরের শুভেচ্ছা বাণী, উক্তি, স্ট্যাটাস, মেসেজ, পিকচার, ছবি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অগ্রিম ঈদের শুভেচ্ছা এসএমএস

🕌সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,,…ঈদ বয়ে আনুক সবার জীবনে অসীম সুখ ও আনন্দ…. সবাইকে ঈদ মোবারক।

হাজার প্রতিকূলতার মাঝেও সকলের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ… ***সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, 🕋ঈদ মোবারক।

এলো ঈদ,,,,গেলো নিদ,,! এলো খুশির ঝিলিক,, মনের ঘাটে ঝগড়া বাটে ,,,, 🕋খুশির হিরিক,,, ঈদ মোবারক।।

🕌ছুটবে আমি,, ছুটবে তুমি,,! কত খুশির গল্প, পরীর দেশে যাব,,যাবো হেসে,, আকবোঁ হাজার কল্প,,,!

ঈদে যদি কর দাওয়াত !ভুলে যাব শত আঘাত ! সাত সমুদ্র দেবো পাড়ি !হোক না আমার যতই দেরি ! তবু যাবো তোমার বাড়ি !! ঈদ মুবারক !!

আরো পড়ুনঃ  The 9 Best Healthy Morning Breakfast that we should know

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা

কোন ফুল দিয়ে নয়, কোন মালা দিয়ে নয়।চোখের পানি দিয়ে নয়, কোন গানের সুর দিয়ে নয়। শুধু হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে জানাই, ঈদের শুভেচ্ছা।

শুভ ক্ষণ,.. শুভ দিন। মনে রেখ চির দিন। কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো, নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ। EID MUBARAK.

জীবন বাজি রেখে তারা লড়ে যাচ্ছে দৈনিক,,😭,.,., কষ্ট দুখে অনাহারে এইতো জীবন যাচ্ছে,, প্রবাসীদের রক্ত ঘামে কতো মানুষ খাচ্ছে।

ঈদুল ফিতরের শুভেচ্ছা মেসেজ

ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম ।

দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
***** ঈদ মোবারাক ****

ঈদুল ফিতরের স্ট্যাটাস

রাতকে নতুন চাঁদ মোবারক, চাঁদকে তার চাঁদনী মোবারক, আকাশকে তার তাঁরা মোবারক, তাঁরাকে তার ঝকমকি মোবারক, তোমাকে জানায় ঈদ মোবারক।

আরো পড়ুনঃ  The 9 Best Healthy Morning Breakfast that we should know

ফুলের মত হাসতে থাকো সবসময়, সব দুঃখ ভুলে যাও এই সময়, চারিদিকে ছড়িয়ে দাও সুরের ছড়া, তোমাকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মানে খুশি, ঈদ মানে হাঁসি। ঈদ মানে পরিবারের সাথে থাকতে মরিয়া থাকি।

সবাইকে ঈদ মোবারক।

You cannot copy content of this page

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker